বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২২ জানুয়ারী ২০২৫ ২১ : ৫২Krishanu Mazumder
ইংল্যান্ড: ১৩২ (বাটলার ৬৮, বরুণ ২৩/৩, অর্শদীপ ১৭/২)
ভারত: ১৩৩/৩ (অভিষেক ৭৯)
ভারত ৭ উইকেটে জয়ী।
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাটে দেশে-বিদেশে ভরাডুবি ঘটলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের দাদাগিরি চলছেই।
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল সূর্যকুমার যাদবের দল। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত খুব সহজেই জিতল।
বঙ্গ পেসার মহম্মদ সামির প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে ইডেন তৈরি হয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ভারত অধিনায়ক সূর্যকমার যাদব জানিয়ে দিলেন, সামিকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজানো হয়েছে।
বঙ্গপেসারের ব্রাত্য থেকে যাওয়া শহরের মন ভাঙলেও শেষমেশ জাতীয় দলের জয় দেখে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে ইডেন ছাড়েন সমর্থকরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ভারত আপাতত এগিয়ে গেল ১-০। যদিও দিল্লি এখনও বহু দূর। বাকি ম্যাচগুলোয় কী হবে, তা উত্তর দিয়ে যাবে সময়।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩২ রানের পুঁজি হাতে নিয়ে জেতা কঠিন। ইংল্যান্ড পারেওনি। ভারত ৪৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। ভারতের জয়ে মুখ্য ভূমিকা নেন অভিষেক শর্মা। ৩৪ বলে ৭৯ রানে শেষ হয় অভিষেকের রূপকথার ইনিংস। পাঁচটি বাউন্ডার ও আটটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। ১২.৫ ওভারে ভারত ৩ উইকেটে ১৩৩ করে ম্যাচ জিতে নেয়।
এদিন টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। আর শুরু থেকে সেই যে বিপর্যয় শুরু হল তাদের ইনিংসে, তা আর ঠিক করা গেল না।
প্রথমেই বাঁ হাতি পেসার অর্শদীপ ধাক্কা দেন। দ্রুত দুই উইকেট তুলে নেন তিনি। ইংল্যান্ড ধুঁকছে তখন। কিছু বুঝে ওঠার আগেই ফিল সল্ট (০), বেন ডাকেট (৪) ডাগ আউটে ফিরে যান। অর্শদীপ সিংকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। নতুন বলে উইকেট নিতে দক্ষ হয়ে উঠেছেন অর্শদীপ। এদিন টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন তিনি।
ইংল্যান্ডের মিডল অর্ডারকে তাসের ঘরের মতো ভাঙলেন বরুণ চক্রবর্তী। দিনান্তে তাঁর নামের পাশে লেখা ২৩ রানে ৩ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল বাকি কাজটা সারেন। ইংল্যান্ড থেমে যায় ১৩২ রানে।
ইংল্যান্ডের ইনিংসে মাত্র তিন জন ব্যাটার দু'অঙ্কের রান করেন। বাকিরা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের সামলাতেই পারলেন না। বরুণ চক্রবর্তী গতির সঙ্গে লাইন ও লেন্থ ঠিক রেখে কাজের কাজটা করে দেন।
ইংল্যান্ডের ইনিংসে সব আলো শুষে নেন একমাত্র জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করেন তিনি। বাটলার এদিন একদিক না ধরে রাখলে ইংল্যান্ড একশো পেরোত কি না সন্দেহ। অধিনায়ক নিজের নামের প্রতি সুবিচার করলেন। একসময়ে অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট যাওয়ায় হতাশ হয়ে পড়েন বাটলার। কিন্তু বরুণ চক্রবর্তী মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হন।
ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরু থেকেই রকেটের গতিতে রান তুলতে শুরু করে ভারত। সঞ্জু স্যামসনের মতো ওপেনার এক প্রান্তে থাকা মানেই প্রতিপক্ষের বোলিংকে ধ্বংস করা। সঞ্জু আগেও এই কাজটা করেছেন। একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। এদিনও শুরু থেকেই রণং দেহি মেজাজে ব্যাটিং শুরু করেন। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি। রবি শাস্ত্রী বলছিলেন, নির্বাচকদের কাজটা কঠিন হয়ে পড়ছে। এত ভাল খেলার পরেও অন্য ফরম্যাটে সুযোগ হচ্ছে না। ৩ ওভারে ভারত বিনা উইকেটে ৩৩ রান করে ফেলে। জোফ্রা আর্চারের বুকের খাঁচা লক্ষ্য করে আসা বল চালাতে গিয়ে ধরা পড়েন সঞ্জু (২৬)। ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত।
অধিনায়ক সূর্য কুমার যাদব নেমেই মারতে গিয়ে দলকে আরও বিপদে ঠেলে দিলেন। বিনা উইকেটে ৪১ থেকে ভারত হঠাৎই হয়ে যায় ২ উইকেটে ৪১। অধিনায়ক খাতা না খুলেই ফেরেন। ইনিংসের শুরুতেই ওরকম শট খেলার কারণ কী, তা বলতে পারবেন সূর্য নিজেই।
তার পরেও অবশ্য রানের গতি কমেনি। এর জন্য কৃতিত্ব অভিষেকের। দুই তরুণ ব্যাটার অভিষেক শর্মা ও তিলক ভার্মা আক্রমণের রাস্তা নেন। ৬ ওভারে ভারত পৌঁছে যায় ২ উইকেটে ৬৩ রানে।
ভরা ইডেন মাতান তরুণ অভিষেক শর্মা। নিজের বলে আদিল রশিদ ক্যাচ ফেলেন ভারতের ওপেনার অভিষেকের। জীবন ফিরে পেয়ে ভারতের বাঁ হাতি ওপেনার ১৬ রান নেন। ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। ১০ ওভারে ১০০ করে ফেলে ভারত।
অভিষেকের দুরন্ত ব্যাটিংয়ে দ্রুত ভারত লক্ষ্যে পৌঁছে যায়। যদিও ম্যাচ শেষ করে যেতে পারেননি তরুণ ওপেনার। তিনি ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সারেন তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া। সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০-এ এগিয়ে গেল ভারত।
# IndiavsEngland#IndiaBeatsEngland
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন...
বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন? ...
মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...
মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...
ইডেনে অর্শদীপের নয়া নজির, বুমরা-সামি নন পাঞ্জাবতনয়ই এখন দেশের সেরা ...
শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?...
আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...
আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...
'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য ...
বৃদ্ধ সিংহের কাছে থামলেন আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জোকার ...
দশবার চোট পেলেও ফেরার জন্য তৈরি, ইডেনে প্রত্যাবর্তনের আগে আবেগতাড়িত সামি...
দু'জন কোচের পক্ষে নয়, গম্ভীরকেই সময় দেওয়ার আর্জি প্রাক্তন নির্বাচক প্রধানের...
কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি ঘোষণা, কবে মুখোমুখি ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার? ...
বেতন সমস্যায় প্র্যাকটিসে গরহাজির ফুটবলাররা, সমস্যা বাড়ছে মহমেডানে...
১২ বছর পর রনজিতে দেখা যাবে বিরাটকে? রেলওয়েজের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কোহলির ...